রাতে চ্যাম্পিয়ন্স লিগ রোমাঞ্চ

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-10 03:52:20

আজ মঙ্গলবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে রয়েছে দুটি ম্যাচ। ভারতের চেন্নাই মুখোমুখি হবে মালয়েশিয়ার তেরেঙ্গানু ক্লাবের। বাংলাদেশের বসুন্ধরা কিংস খেলবে ভারতের গোকুলাম কেরালার বিপক্ষে।  

রাতে রয়েছে ইউরোপ সেরাদের লড়াই। কোচ পেপ গার্দিওলার ম্যানসিটি লড়বে আটালান্টার সঙ্গে।  ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস আতিথ্য দিবে লেকোমোতিভকে।  আর গ্যালাতাসারের মাঠ সফরে যাচ্ছে কোচ জিনেজিন জিদানের রিয়াল মাদ্রিদ। থাকছে ক্লাব ব্রাগ-পিএসজি লড়াইও।  

ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ উপভোগের সুযোগও থাকছে ফুটবল প্রেমীদের জন্য। প্রস্তুত টেনিসের ভিয়েনা ওপেন।

চলুন দেখে নেই মঙ্গলবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
চেন্নাই-তেরেঙ্গানু
সরাসরি বিকেল ৪টা
বাংলা টিভি

বসুন্ধরা কিংস-গোকুলাম কেরালা
সরাসরি সন্ধ্যা ৭টা
বাংলা টিভি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
অ্যাটলেটিকো মাদ্রিদ-লেভারকুসেন
সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট
সনি টেন টু

শাখতার দোনেৎস্ক-ডায়নামো জাগরেব
সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট
সনি সিক্স

ম্যানসিটি-আটালান্টা
সরাসরি রাত ১টা
সনি টেন ওয়ান

জুভেন্টাস-লেকোমোতিভ
সরাসরি রাত ১টা
সনি টেন টু

টটেনহ্যাম-রেড স্টার
সরাসরি রাত ১টা
সনি টেন থ্রি

গ্যালাতাসারে-রিয়াল মাদ্রিদ
সরাসরি রাত ১টা
সনি সিক্স

ক্লাব ব্রাগ-পিএসজি
সরাসরি রাত ১টা
সনি ইএসপিএন

আইএসএল
জামশেদপুর-ওড়িশা
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান এশিয়া ও স্টার স্পোর্টস এইচডি ওয়ান এশিয়া

টেনিস
ভিয়েনা ওপেন
সরাসরি সন্ধ্যা ৬টা
সনি ইএসপিএন এইচডি

এ সম্পর্কিত আরও খবর