আজ রোববার (৬ অক্টোবর) ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের লড়াইয়ের শেষ দিন। আজ মাঠে গড়িয়েছে ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা। বিশাখাপত্তনম থেকে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার লাল বলের লড়াই টিভির পর্দায় চলছে সকাল ১০টা থেকে।
ফুটবল প্রেমীদের উন্মাদনায় ভাসাতে রয়েছে ইউরোপিয়ান লিগের লড়াই। সন্ধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠে অতিথি হচ্ছে বোর্নমাউথ। ঘরের মাঠ ইত্তেহাদে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি স্বাগত জানাবে উলভারহ্যাম্পটনকে। থাকছে সাউদ্যাম্পটন-চেলসি ও নিউক্যাসল-ম্যানইউয়ের মধ্যকার লড়াইও।
রাতে লা লিগায় বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আতিথ্য নিতে যাচ্ছে সেভিয়া। রিয়াল ভ্যালাদোলিদের মাঠ সফরে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য দিকে ইতালিয়ান সেরি এ তে ইন্টার মিলানের মুখোমুখি জুভেন্টাস।
এছাড়া বুন্দেসলিগায় বরুশিয়া মনচেনগ্লাডবাখ-অগসবুর্গ ও ফরাসি লিগ ওয়ানে রয়েছে সেন্ট এতিয়েন্নে-অলিম্পিক লিঁওয়ের মধ্যকার ম্যাচ।
ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরাও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে রাত ৯টা থেকে। এলিমিনেটর পর্বে সেন্ট কিটস এন্ড নেভিস খেলবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।
দর্শকদের জন্য প্রস্তুত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও রাগবি বিশ্বকাপ। থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে। সব মিলিয়ে ক্রীড়াপ্রেমীদের ব্যস্ততায় কাটবে আজকের দিনটি।
চলুন দেখে নেই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ক্রিকেট
ভারত-দক্ষিণ আফ্রিকা
প্রথম টেস্ট, পঞ্চম দিন
সরাসরি সকাল ১০টা
স্টার স্পোর্টস ওয়ান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
এলিমিনেটর
সেন্ট কিটস এন্ড নেভিস-ত্রিনবাগো
সরাসরি রাত ৯টা
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল-বোর্নমাউথ
সরাসরি সন্ধ্যা ৭টা
আর্সেনাল প্লেয়ার লাইভ
ম্যানসিটি-উলভারহ্যাম্পটন
সরাসরি সন্ধ্যা ৭টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান
সাউদ্যাম্পটন-চেলসি
সরাসরি সন্ধ্যা ৭টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু
নিউক্যাসল-ম্যানইউ
সরাসরি রাত সাড়ে ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু
লা লিগা
মায়োর্কা-এসপানিওল
সরাসরি বিকেল ৪টা
ফেসবুক
সেল্টা ভিগো-অ্যাথলেটিক বিলবাও
সরাসরি সন্ধ্যা ৬টা
ফেসবুক
রিয়াল ভ্যালাদোলিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ
সরাসরি রাত ৮টা
ফেসবুক
রিয়াল সোসিয়েদাদ-গেতাফে
সরাসরি রাত সাড়ে ১০টা
ফেসবুক
বার্সেলোনা-সেভিয়া
সরাসরি রাত ১টা
ফেসবুক
ইতালিয়ান সেরি এ
ফিওরেন্তিনা-উদিনেস
সরাসরি বিকেল সাড়ে ৪টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
বলোনা-লাৎসিও
সরাসরি সন্ধ্যা ৭টা
সনি টেন ওয়ান, সনি টেন ওয়ান এইচডি ও সনি লাইভ
রোমা-ক্যালিয়ারি
সরাসরি সন্ধ্যা ৭টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
তুরিনো-নাপোলি
সরাসরি রাত ১০টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
ইন্টার মিলান-জুভেন্টাস
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সেরি এ পাস লাইভ
বুন্দেসলিগা
বরুশিয়া মনচেনগ্লাডবাখ-অগসবুর্গ
সরাসরি বিকেল সাড়ে ৫টা
বেট৩৬৫
উলভসবুর্গ-ইউনিয়ন বার্লিন
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
বেট৩৬৫
ফ্রাঙ্কফুর্ট-ওয়ের্ডার ব্রেমেন
সরাসরি রাত ১০টা
বেট৩৬৫
ফরাসি লিগ ওয়ান
সেন্ট এতিয়েন্নে-অলিম্পিক লিঁও
সরাসরি রাত ১টা
বেট৩৬৫
অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সরাসরি রাত ১০টা
স্টার স্পোর্টস থ্রি ও স্টার স্পোর্টস সিলেক্ট টু
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান
রাগবি বিশ্বকাপ
ফ্রান্স-টোঙ্গা
সরাসরি দুপুর ১টা ৪৫ মিনিট
সনি টেন টু