ফুটবল প্রেমীদের উন্মাদনায় ভাসাতে আজ মঙ্গলবার (১ অক্টোবর) ফের মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের লড়াই। মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো। রাতে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ স্বাগত জানাবে ক্লাব ব্রাগকে। নেইমারের পিএসজি অতিথি হবে গ্যালাসারের মাঠে।
কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি যাবে ডায়নামো জাগরেবের মাঠ সফরে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস নিজেদের মাঠে লড়বে বায়ার লেভারকুসেনের বিপক্ষে। আর টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ আজ বায়ার্ন মিউনিখ।
ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরাও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভারত জেতার পর টানা দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে ।
দর্শকদের জন্য প্রস্তুত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের হাইলাইটস দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।
চলুন দেখে নিই মঙ্গলবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রাগ
সরাসরি রাত ১0টা ৫৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
আটালান্টা-শাখতার দোনেৎস্ক
সরাসরি রাত ১0টা ৫৫ মিনিট
সনি ইএসপিএন টু, সনি ইএসপিএন টু এইচডি ও সনি লাইভ
গ্যালাতাসারে-পিএসজি
সরাসরি রাত ১টা
সনি ইএসপিএন, সনি ইএসপিএন এইচডি
টটেনহ্যাম হটস্পার-বায়ার্ন মিউনিখ
সরাসরি রাত ১টা
সনি সিক্স, সনি সিক্স এইচডি ও সনি লাইভ
ম্যানসিটি-ডায়নামো জাগরেব
সরাসরি রাত ১টা
সনি টেন ওয়ান, সনি টেন ওয়ান এইচডি
জুভেন্টাস-বায়ার লেভারকুসেন
সরাসরি রাত ১টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
ক্রিকেট
নারী টি-টোয়েন্টি সিরিজ
ভারত-দক্ষিণ আফ্রিকা
চতুর্থ ম্যাচ
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস থ্রি
অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস থ্রি ও স্টার স্পোর্টস সিলেক্ট টু
কাবাডি
প্রো-কাবাডি লিগ
হাইলাইটস রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান