বিকেলে পাকিস্তানে ক্রিকেট উৎসব

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 22:48:50

গত শুক্রবার বিকেলেই শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেট উৎসবে মেতে উঠতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু বৃষ্টির বাগড়ায় মাঠেই গড়ায়নি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মাঠ ভেজা থাকায় ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গড়াচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। দীর্ঘ দশ বছর পর শ্রীলঙ্কার মতো টেস্ট খেলুড়ে বড় কোনো ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে  পূর্নাঙ্গ ওয়ানডে সিরিজ। করাচিতেও দশ বছর পর হতে যাচ্ছে প্রথম কোনো একদিনের ম্যাচ। দুদলের লড়াই টিভিতে উপভোগ করা যাবে বিকেল ৪টা থেকে।

অথচ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর নির্বাসনে চলে গিয়েছিল পাকিস্তানের ক্রিকেট। নিরাপত্তার কারণে দেশটিতে টেস্ট খেলুড়ে দেশগুলো যেতে চাইতো না। এবার দৃশ্যপট পাল্টে গেছে। তাই তো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে এখন লঙ্কান দল।

ফুটবল প্রেমীদের উন্মাদনায় ভাসাতে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের অতিথি হবে আর্সেনাল। আর ইতালিয়ান সেরি এ তে পার্মার সঙ্গে লড়বে তুরিন।  

ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরাও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে মঙ্গলবার ভোর ৫টা থেকে। ত্রিনবাগো নাইট রাইডার্স খেলবে গায়ানার বিপক্ষে।

দর্শকদের জন্য প্রস্তুত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও রাগবি বিশ্বকাপ।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নিই সোমবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
পাকিস্তান-শ্রীলঙ্কা
দ্বিতীয় ওয়ানডে
সরাসরি বিকেল ৪টা
সনি সিক্স

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ত্রিনবাগো-গায়ানা
সরাসরি মঙ্গলবার ভোর ৫টা
স্টার স্পোর্টস টু

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানইউ-আর্সেনাল
সরাসরি রাত ১টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

ইতালিয়ান সেরি এ
পার্মা-তুরিন
সরাসরি রাত ১২টা ৪৫মিনিট
সেরি এ পাস লাইভ

অ্যাথলেটিকস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস থ্রি ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

রাগবি বিশ্বকাপ
স্কটল্যান্ড-সামোয়া
সরাসরি বিকেল ৪টা ১৫ মিনিট
সনি টেন টু

এ সম্পর্কিত আরও খবর