বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতির সময় বিতর্কে জড়িয়ে পড়ে ছিলেন ক্রিশ্চিয়ান কোলম্যান। তবে আসরের ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক ছিনিয়ে নিয়ে ঝেড়ে ফেললেন সেই বিতর্ক।
আসর শুরুর আগে বিশ্ব অ্যাথলেটিকসে নিষিদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়ে ছিলেন এ মার্কিন দৌড়বিদ। তিন-তিনবার ডোপ পরীক্ষা মিস করায় তেমন আশঙ্কাই ঘিরে ধরে ছিল এ তারকা স্প্রিন্টারকে। কিন্তু সৌভাগ্যক্রমে পার পেয়ে যান তিনি।
দোহার এ আসরে পুরুষদের এ ইভেন্টটিতে চ্যাম্পিয়ন হতে কোলম্যান সময় নেন ৯.৭৬ সেকেন্ড। ১০০ মিটারে ষষ্ঠ দ্রুততম টাইমিং গড়ে হারিয়ে দেন বর্তমান চ্যাম্পিয়ন ও স্বদেশী প্রতিপক্ষ জাস্টিন গ্যাটলিনকে। রৌপ্য জয়ী গ্যাটলিন দৌড় শেষ করেন ৯.৮৯ সেকেন্ডে।
৯.৯০ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে।