টিভি পর্দায় সোমবারের খেলা

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 07:22:38

দিন পেরোলেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফাইনাল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিন জাতির আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ গড়াবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে ইউরোপিয়ান লিগ ফুটবলের লড়াই। বুন্দেসলিগায় উলভসবুর্গ আতিথ্য দিবে হোফেনহেইমকে।

ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে মঙ্গলবার ভোররাত ৪টা থেকে। বার্বাডোজ খেলবে জ্যামাইকার বিপক্ষে।

দর্শকদের জন্য প্রস্তুত রাগবি বিশ্বকাপ।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই সোমবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বার্বাডোজ-জ্যামাইকা
সরাসরি মঙ্গলবার ভোররাত ৪টা
স্টার স্পোর্টস টু

ফুটবল
বুন্দেসলিগা
উলভসবুর্গ-হোফেনহেইম
সরাসরি সাড়ে ১২টা
বেট৩৬৫

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

রাগবি বিশ্বকাপ
ওয়েলস-জর্জিয়া
সরাসরি বিকেল ৪টা ১৫ মিনিট
সনি টেন টু

এ সম্পর্কিত আরও খবর