বিদায় নিয়েছে জিম্বাবুয়ে। রাউন্ড রবিন লিগ পর্বের খেলাও শেষ। অপেক্ষা এখন শুধু ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফাইনালের। দুই দিন বিরতি দিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফাইনাল ম্যাচ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
ফাইনালের আগে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানদের হারিয়ে দুঃস্বপ্ন ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস ঝালাই করে নিয়েছে সাকিব আল হাসানের দল। টাইগারদের স্বপ্ন এখন শিরোপা নিয়ে।
রাতে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে ইউরোপিয়ান লিগ ফুটবলের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের মাঠে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর চেলসি আতিথ্য দিচ্ছে লিভারপুলকে। এই দুই জায়ান্টের মহারণ দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা রাত সাড়ে নয়টা থেকে। আর্সেনালকে মোকাবেলা করবে অ্যাস্টন ভিলাকে।
লা লিগায় রাতে সেভিয়ার মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। রয়েছে অ্যাথলেটিক বিলবাও-আলাভেস মধ্যকার লড়াইও।
সেরি এ তে ঘরের মাঠে লেস খেলবে নাপোলির বিপক্ষে। ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক লিঁও-পিএসজির মধ্যকার ম্যাচ উপভোগ করার সুযোগও রয়েছে ফুটবল ভক্তদের সামনে।
ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরা। সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টোয়েন্টি খেলতে নামছে ভারত।
ক্যাপ্টেন বিরাট কোহলির ব্যাটিং জাদুতে দ্বিতীয় ম্যাচ জেতায় তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে এখন ভারত। প্রথম ম্যাচ অবশ্য ভেসে যায় বৃষ্টিতে। আজ রোববার (২২ সেপ্টেম্বর) বেঙ্গালুরুতে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। আর সমতায় ফিরতে মরিয়া প্রোটিয়ারা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে সোমবার ভোররাত ৪টা থেকে। বার্বাডোজ খেলবে গায়ানার বিপক্ষে।
দর্শকদের মনে শিহরণ জাগাতে প্রস্তুত ব্যাডমিন্টনের চায়না ওপেন, টেবিল টেনিস এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও রাগবি বিশ্বকাপ।
থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।
চলুন দেখে নেই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ক্রিকেট
ভারত-দক্ষিণ আফ্রিকা
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস ওয়ান ও টু
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বার্বাডোজ-গায়ানা
সরাসরি সোমবার ভোররাত ৪টা
স্টার স্পোর্টস টু
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হ্যাম-ম্যানইউ
সরাসরি সন্ধ্যা ৭টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু
চেলসি-লিভারপুল
সরাসরি রাত সাড়ে ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু
আর্সেনাল-অ্যাস্টন ভিলা
সরাসরি রাত সাড়ে ৯টা
আর্সেনাল প্লেয়ার লাইভ
লা লিগা
এসপানিওল-রিয়াল সোসিয়েদাদ
সরাসরি সন্ধ্যা ৬টা
ফেসবুক লাইভ
ভ্যালেন্সিয়া-লেগানেস
সরাসরি রাত ৮টা
ফেসবুক লাইভ
অ্যাথলেটিক বিলবাও-আলাভেস
সরাসরি রাত সাড়ে ১০টা
ফেসবুক লাইভ
সেভিয়া-রিয়াল মাদ্রিদ
সরাসরি রাত ১টা
ফেসবুক লাইভ
সেরি এ
লেস-নাপোলি
সরাসরি সন্ধ্যা ৭টা
সনি টেন টু , সনি টেন টু এইচডি ও সনি লাইভ
আটালান্টা-ফিওরেন্তিনা
সরাসরি রাত ১০টা
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
লাৎসিও-পার্মা
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু, সনি টেন টু এইচডি ও সনি লাইভ
ফরাসি লিগ ওয়ান
অলিম্পিক লিঁও-পিএসজি
সরাসরি রাত ১টা
বেট৩৬৫
ব্যাডমিন্টন
চায়না ওপেন
সরাসরি সকাল ১১টা
স্টার স্পোর্টস টু
টেবিল টেনিস
এশিয়ান চ্যাম্পিয়নশিপ
সরাসরি দুপুর ১২টা
স্টার স্পোর্টস সিলেক্ট টু
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান
রাগবি বিশ্বকাপ
আয়ারল্যান্ড-স্কটল্যান্ড
সরাসরি বেলা ১টা ১৫ মিনিট
সনি টেন টু
ইংল্যান্ড-টোঙ্গা
সরাসরি বিকেল ৩টা ৪৫ মিনিট
সনি টেন টু