চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ে মাঠে নামছে জায়ান্টরা

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 03:56:05

ইউরোপিয়ান লিগ ফুটবলের লড়াই শুরু হয়েছে অনেক আগেই। শুরু হতে বাকি এখন ইউরোপ সেরার যুদ্ধ। ফুটবল প্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)। রাতেই বেজে উঠতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দামামা।

প্রথম দিনই মাঠে নামছে বার্সেলোনা। কাতালান জায়ান্টরা যাচ্ছে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে। কাফ ইনজুরি কাটিয়ে এ ম্যাচের মধ্য দিয়েই মাঠের লড়াইয়ে ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন মেগাস্টার লিওনেল মেসি। জুলাইতে দেশের হয়ে কোপা আমেরিকা খেলার পর আর মাঠেই নামেননি। মিস করেন বার্সার মৌসুম শুরুর টানা চার ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল অতিথি হচ্ছে নাপোলির মাঠে।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে চেলসি মোকাবেলা করবে ভ্যালেন্সিয়াকে। আর ইন্টার মিলান নিজেদের মাঠে খেলবে স্লাভিয়া প্রাগের বিপক্ষে।

ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টুয়েন্টি রোমাঞ্চের পসরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বুধবার ভোর রাত ৪টা থেকে। সেন্ট কিটস এন্ড নেভিস খেলবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের হাইলাইটস দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই মঙ্গলবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইন্টার মিলান-স্লাভিয়া প্রাগ
সরাসরি রাত ১০-৫৫ মিনিট
সনি টেন ২

লিও-জেনিত
সরাসরি ১০-৫৫ মিনিট
সনি ইএসপিএন

ডর্টমুন্ড-বার্সেলোনা
সরাসরি রাত ১টা
সনি টেন ১

নাপোলি-লিভারপুল
সরাসরি রাত ১টা
সনি টেন ২

চেলসি-ভ্যালেন্সিয়া
সরাসরি রাত ১টা
সনি সিক্স

আয়াক্স-লিল
সরাসরি রাত ১টা
সনি ইএসপিএন

ক্রিকেট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
সেন্ট কিটস-ত্রিনবাগো
সরাসরি বুধবার ভোর রাত ৪টা
স্টার স্পোর্টস ওয়ান

কাবাডি
প্রো-কাবাডি লিগ
হাইলাইটস রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

এ সম্পর্কিত আরও খবর