ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে দুই দিনের বিরতি শুরু আজ সোমবার (১৬ সেপ্টেম্বর)। এবার চট্টগ্রামে তিন জাতির এ আসর। বন্দরনগরীতে প্রথম ম্যাচে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ মাঠে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে।
এ কারণেই ক্রীড়াপ্রেমীদের নেই তেমন কোনো ব্যস্ততা। ঢিলেঢালা ভাব নিয়েই টিভির পর্দায় চোখ রাখবেন তারা।
তবে থাকছে ইউরোপিয়ান লিগ ফুটবলের উন্মাদনা। আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা ঘরের মাঠে আতিথ্য দিতে যাচ্ছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে।
দর্শকরা রাতে উপভোগ করতে পারবেন ইতালিয়ান লিগ সেরি এ-র লড়াই। এফসি তুরিনো নিজেদের মাঠে মোকাবেলা করবে লিচেকে।
থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।
চলুন দেখে নেই সোমবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-ওয়েস্ট হ্যাম
সরাসরি, রাত ১টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
সেরি এ
তুরিনো-লিচে
সরাসরি রাত ১২টা ৪৫মিনিট,
সেরি এ পাস লাইভ
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান