সেই পুরনোদেরই জয় জয়কার। আবারও দেশের দ্রুততম মানব-মানবী হয়েছেন হাসান মিয়া ও শিরিন আক্তার। জাতীয় সামার অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছেন তারা।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ইলেক্ট্রনিক টাইমে পুরুষদের ১০০ মিটারে হাসান সময় নেন ১০.৬১ সেকেন্ড। আগের বছর বিকেএসপির এই অ্যাথলিট ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছিলেন সোনার পদক।
এবারের জাতীয় অ্যাথলেটিক্সে মেয়েদের ১০০ মিটারে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হলেন শিরিন। গতবার বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলিটের টাইমিং ছিল ১১.৮০ সেকেন্ড। যদিও সেটি ছিল হ্যান্ড টাইমিং! মেয়েদের শত মিটারে তার দাপট অনেক দিন ধরেই। এবার নিয়ে টানা নবমবারের দ্রুততম মানবী হলেন তিনি।
প্রতিযোগিতায় মেয়েদের হাই জাম্পে বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি গড়েছেন নতুন রেকর্ড। তিনি অতিক্রম করেন ১.৬৮ মিটার । তারই পথ ধরে ভাঙেন ১৫ বছরের পুরনো রেকর্ড। ২০০৪ সালে ১.৬৬ মিটার অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন সাথী পারভীন।