জয় অধরা হয়েই থাকল! টানা পাঁচ ম্যাচে হার। তবে এবার বেশ লড়াই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দল। আগের ম্যাচগুলোর মতো সহজে হার মানেনি। তবে শেষ হাসি ঠিকই ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি নারী দলের।
পঞ্চম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত লড়াই করে ১-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দল।
সোমবার রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নবম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। পেনাল্টি কর্নার থেকে গোল তুলে নেন জুরাইয়া ফেরদৌস। যদিও ১১তম মিনিটেই লোতিয়া মেরির গোলে সমতা ফেরায় সফরকারী দল। ১-১ সমতাতেই দুই দল শেষ করে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও পজেটিভ হকি খেলেছে বাংলাদেশ দল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৪৩তম মিনিটে লোতিয়া মেরির দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাই ন্যাশনাল হকি একাডেমি।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ। এই লড়াইয়ের আগে ঘরের মাঠে প্রস্তুতি পর্বে ভারতের সাই জাতীয় হকি একাডেমির নারী দলের সঙ্গে লড়ছে বাংলাদেশের মেয়েরা। ৬ ম্যাচের সিরিজ খেলছে দুই দল।
এই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।