সেই একই প্রতিপক্ষ। একই মাঠ। আর ব্যর্থতাও পিছু ছাড়েনি বাংলাদেশের মেয়েদের। অবশ্য এবার অন্তত স্বস্তি এটাই প্রতিপক্ষের পোস্টে বল পাঠাতে পেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দল। তবে হারের ব্যবধানটা বেড়েছে!
সিরিজের চতুর্থ প্রস্তুতি ম্যাচে ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমি নারী দল ৯-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দলকে। এনিয়ে টানা ৪ ম্যাচেই হারল স্বাগতিক দল।
রোববার রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় সফরকারী দল। এরপর অবশ্য বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের পোস্টে তিনবার বল পাঠায়। যদিও আরও পাঁচটি গোল হজম করেছে তারা।
স্বাগতিক দলের হয়ে নাদিরা করেন দুটি গোল। অন্যটি ফরিদা আক্তার রাত্রির।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ। এই লড়াইয়ের আগে ঘরের মাঠে প্রস্তুতি পর্বে ভারতের সাই জাতীয় হকি একাডেমির নারী দলের সঙ্গে লড়ছে মেয়েরা। ৬ ম্যাচের সিরিজ খেলছে দুই দল।
এই সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ আগস্ট।