দিন কয়েক আগেই পেয়েছেন সুখবর। আজীবন নিষেধাজ্ঞা শাস্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন শান্তাকুমারন শ্রীশান্ত। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা উঠে যাবে এ ভারতীয় পেসারের। সেই স্বস্তির খবরের রেশ মিলিয়ে না যেতেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো শ্রীশান্তের পরিবার। শুক্রবার গভীর রাতে আগুন লাগে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের বাড়িতে!
অবশ্য তখন বাড়িতে ছিলেন না শ্রীশান্ত। স্বস্তির খবর হলো তার পরিবারের লোকেরা অক্ষত রয়েছেন।
রাত দুটোর দিকে কোচিতে শ্রীশান্তের এরাপালি রেসিডেন্সের বাড়িতে আগুন লাগে! বাড়ির নিচের তলা ও বেডরুম থেকে আগুন ছড়িয়ে পড়ে। তখন বাড়িতেই ছিলেন শ্রীশান্তের স্ত্রী ও দুই সন্তান! তারপরই দ্রুত ফায়ার সার্ভিসে কল দেন তারা। দমকল কর্মীরাই বাড়ির দোতলা থেকে উদ্ধার করেন এই তারকা ক্রিকেটারের স্ত্রী-সন্তানকে। ভাগ্য ভাল, অল্পের জন্য আগুনের হাত থেকে বেঁচে গেলেন তার পরিবারের মানুষরা।
২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারের বাড়িতে কীভাবে আগুন লাগল তা অবশ্য জানা যায়নি।
২০১২ সালে আইপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় আজীবন নির্বাসিত হয়েছেন শ্রীশান্ত। তবে শাস্তি কমেছে। বেটিং কেলেঙ্কারি পেছনে ফেলে আগামী বছরের সেপ্টেম্বরে ফের ক্রিকেটে ফিরতে পারবেন শ্রীশান্ত! এমন খুশির খবরের মধ্যেই আগুন লাগল তার বাড়িতে!