কোচ ল্যাম্পার্ডের ইংলিশ লিগে অভিষেক আজ

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 19:46:03

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ রোববার মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দেবে চেলসিকে। এ ম্যাচ ‍দিয়েই ইংলিশ লিগ ফুটবলে অভিষেক হতে যাচ্ছে চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। কিংবদন্তি এই ফুটবলার কোচ হয়েই ফের ফিরলেন স্ট্যামফোর্ড ব্রিজে!

ম্যানইউ-চেলসির মধ্যকার ফুটবল ময়দানের লড়াই ক্রীড়া প্রেমীরা টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত সাড়ে ৯টা থেকে।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে নিউক্যাসলের ঘরের মাঠে লড়বে আর্সেনাল।  টিভিতে ম্যাচটি সরাসরি দেখা যাবে সন্ধ্যা ৭টা থেকে।

মাঠে নাসছে ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজও। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে লড়াই টিভিতে সরাসরি দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

থাকছে টি-টুয়েন্টি ক্রিকেট রোমাঞ্চও।  গ্লোবাল টি-টুয়েন্টি আসরের উত্তেজনাকর ফাইনাল ম্যাচও উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা।  এ ক্রিকেট লড়াই টিভিতে সরাসরি সম্প্রচার হবে রাত ১২টা থেকে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের জমজমাট লড়াইও বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সরাসরি দেখা যাবে টিভিতে।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াই।  প্রো-কাবাডি লিগের ম্যাচ সরাসরি দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।  রজার্স কাপের টেনিস খেলাও দেখা যাবে টিভিতে।

চলুন দেখে নেই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাসল-আর্সেনাল
সরাসরি সন্ধ্যা ৭টা

ম্যানইউ-চেলসি
সরাসরি রাত সাড়ে ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ-ভারত
দ্বিতীয় ওয়ানডে
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
সনি টেন ওয়ান

গ্লোবাল টি-টুয়েন্টি
ফাইনাল
সরাসরি রাত ১২টা
সনি টেন টু

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
সরাসরি বিকেল ৩টা ৪৫ মিনিট
স্টার স্পোর্টস থ্রি

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু

টেনিস
রজার্স কাপ
সরাসরি রাত ১০টা
সনি ইএসপিএন

এ সম্পর্কিত আরও খবর