প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানসিটি

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-14 15:47:44

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শিরোপা ধরে রাখার মিশনে  আজ শনিবার মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লক্ষ্যটা সামনে রেখে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে আতিথ্য নেবে কোচ পেপ গার্দিওলার দল।

লন্ডন স্টেডিয়াম থেকে ওয়েস্ট হ্যাম-ম্যানসিটির মধ্যকার ফুটবল ময়দানের লড়াই ক্রীড়া প্রেমীরা টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন বিকেল সাড়ে ৫টা থেকে।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পার লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে। টিভিতে ম্যাচটি সরাসরি দেখা যাবে রাত সাড়ে ১০টা থেকে।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াই। প্রো-কাবাডি লিগের ম্যাচ সরাসরি দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে। রজার্স কাপের টেনিস খেলাও দেখা যাবে টিভিতে।

চলুন দেখে নেই শনিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হ্যাম-ম্যানসিটি
বিকেল সাড়ে ৫টা

টটেনহ্যাম-অ্যাস্টন ভিলা
সরাসরি রাত সাড়ে ১০টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু

টেনিস
রজার্স কাপ
সরাসরি রাত ১০টা
সনি ইএসপিএন
 
টেবিল টেনিস
ইউটিটি
সরাসরি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
স্টার স্পোর্টস ওয়ান

এ সম্পর্কিত আরও খবর