ছুটির দিনে টিভিতে ইংলিশ লিগ রোমাঞ্চ

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 19:17:10

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম মাঠে শুরু হচ্ছে আজ শুক্রবার। উদ্বোধনী দিনে মাঠে নামছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল। নরউইচ সিটির বিপক্ষে লড়বে কোচ ইয়ুর্গেন ক্লপের দল।

দ্য অ্যানফিল্ড থেকে লিভারপুল-নরউইচের মধ্যকার ফুটবল ময়দানের লড়াই ক্রীড়াপ্রেমীরা টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ১টা থেকে।

ছুটির দিনে আজ ক্রিকেট প্রেমীদের জন্য থাকছে টি-টুয়েন্টি ক্রিকেট রোমাঞ্চও। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের জমজমাট লড়াই বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সরাসরি দেখা যাবে টিভিতে।

দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াই। প্রো-কাবাডি লিগ সরাসরি দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে। রজার্স কাপের টেনিস খেলাও দেখা যাবে টিভিতে।

 চলুন দেখে নেই শুক্রবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল-নরউইচ
সরাসরি রাত ১টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

ক্রিকেট
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
সরাসরি বিকেল ৩টা ৪৫ মিনিট
স্টার স্পোর্টস থ্রি

টেনিস
রজার্স কাপ
সরাসরি রাত ১০টা
সনি ইএসপিএন

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস টু
 
টেবিল টেনিস
ইউটিটি
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
স্টার স্পোর্টস ওয়ান

এ সম্পর্কিত আরও খবর