হকি ফেডারেশন পেয়ে গেল ৩৫ খেলোয়াড়

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-14 15:23:24

২০২০ সালে ঢাকায় বসবে জুনিয়র এশিয়া কাপ হকি। সেই আসরে শক্তিশালী দল গড়তে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। তার প্রথম ধাপ ছিল নতুন খেলোয়াড় খুঁজে নিতে অনূর্ধ্ব ২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল। বুধবার এই ট্রায়াল শেষ হয়েছে।

টানা ৬ দিনের অনুশীলন শেষে ট্রায়ালে অংশগ্রহণকারী শতাধিক খেলোয়াড় থেকে বেছে নেওয়া হয়েছে মোট ৩৫ জনকে।

ক্যাম্পের কোচ মামুন-উর-রশিদ ও নির্বাচকদের মতামতের ভিত্তিতে প্রকাশ করা হয় নির্বাচিতদের তালিকা। ঈদের ছুটি শেষে ১৮ আগস্ট থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হবে অনূর্ধ্ব ২১ দলের দীর্ঘমেয়াদী ক্যাম্প। এই ক্যাম্পে তাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন জাতীয় দলের ২৫ জন খেলোয়াড়।

এই ট্রায়ালে কোচের দায়িত্বে আছেন মামুন-উর-রশীদ, সহকারী কোচ রাসেল খান বাপ্পি ও আলমগীর আলম। তবে মূল ক্যাম্প কোচ কারা থাকছেন সেটা জানায়নি হকি ফেডারেশন।

এ সম্পর্কিত আরও খবর