হাসান আলি ভারতের ‘জামাই’ বনে যাচ্ছেন। এবং সেটা খুব শিগগিরই। এটা তো পুরনো খবর। নতুন খবর হল, বিয়ের অনুষ্ঠান দিয়ে আলোড়ন সৃষ্টি করতে চান পাকিস্তানের এ ক্রিকেটার। দাওয়াত দিতে চান ভারতীয় ক্রিকেটারদের।
২০ সেপ্টেম্বর দুবাইতে ভারতীয় কনে সামিয়া আর্জুর সঙ্গে সংসার শুরু করতে যাচ্ছেন হাসান আলি।
তবে বিয়েতে ভারতের কোন কোন ক্রিকেটারকে তিনি নিমন্ত্রণ জানাতে চান। সেটা স্পষ্ট করে কিছু জানাননি। শুধু জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটাররা তার বিয়ের অনুষ্ঠানে অতিথি হলে খুশীই হবে তিনি।
হাসান আলি জানান, ‘আমার বিয়ের অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দল ও খেলোয়াড়দের নিমন্ত্রণ জানাব। সর্বোপরি, আমরা সবাই ক্রিকেট সহকর্মী।’
ভারতীয় ক্রিকেটারদের অতিথি হিসেবে পেলে যারপরনাই খুশী হবেন হাসান আলি, ‘দুবাইতে বিয়ের অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড়রা আসলে খুশীই হব। ব্যাপারটা দারুণ হবে। লড়াইটা মাঠে। মাঠের বাইরে নয়। আমরা সবাই পেশাদার ক্রিকেটার। আমাদের সুখটা ভাগাভাগি করে নেওয়া উচিত।’
ভারতের এক বিশ্ববিদ্যালয় থেকে বিমানচালনাবিদ্যায় পড়াশুনা করেছেন সামিয়া। ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে এখন কাজ করেন এমিরেটস এয়ারলাইনসে। সে সুবাদে বসবাস করেন দুবাইতে। তবে সামিয়ার পরিবার থাকে নয়াদিল্লীতে।