উত্তেজনা ছড়াচ্ছে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। আজ সোমবার পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চ। যেখানে জিততে আজ অস্ট্রেলিয়ার চাই ১০ উইকেট আর ইংল্যান্ডের সামনে ৩৮৫ রানের পাহাড়সম লক্ষ্য। ব্যাট-বলের এই লড়াই এজবাস্টনে শুরু বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে। সরাসরি টেলিভিশনের পর্দায় দেখা যাবে ম্যাচের পঞ্চম ও শেষ দিনের জমজমাট ক্রিকেট লড়াই।
সোমবার থাকছে টি-টুয়েন্টি ক্রিকেট রোমাঞ্চও। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের উত্তেজনা ছড়ানো লড়াই সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে সরাসরি দেখা যাবে টিভিতে।
দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াই। প্রো-কাবাডি লিগ সরাসরি দর্শকরা টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে। থাকবে থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন লড়াইও।
চলুন দেখে নেই সোমবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ক্রিকেট
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
প্রথম টেস্ট, পঞ্চম দিন
সরাসরি, বিকেল ৪টা
সনি সিক্স
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
সরাসরি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
স্টার স্পোর্টস থ্রি
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু
ব্যাডমিন্টন
থাইল্যান্ড ওপেন
সরাসরি দুপুর ১২টা
স্টার স্পোর্টস ১