জাতীয় দলের খেলোয়াড় খুঁজতে উন্মুক্ত ট্রায়াল

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 01:12:08

ব্যস্ত দেশের হকি অঙ্গন। একের পর এক আয়োজনে ফের মুখর হয়ে উঠেছে রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। ১ আগস্ট, বৃহস্পতিবার থেকে সরব থাকবে মাঠ। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ। তার আগে এদিন থেকে শুরু হবে অনূর্ধ্ব ২১ হকি দলের উন্মুক্ত ট্রায়াল।

বুধবার এই তথ্য দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের মিডিয়া ও কমিউনিকেশন সিনিয়র অফিসার কনক মাহমুদ।

১৯৯৯ সালের ১ জুলাইয়ের পরে যাদের জন্ম, শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন এই উন্মুক্ত ট্রায়ালে। জাতীয় হকি দলের শক্তি বাড়াতেই এমন উদ্যোগ ফেডারেশনের। পাইপলাইন সমৃদ্ধ করার এই ট্রায়ালে দ্বিতীয় বিভাগ হকি লিগের বাছাইকৃত ৫১ খেলোয়াড়কেও দেখা যাবে। জাতীয় দলের খেলোয়াড় খুঁজতেই আয়োজন করা হচ্ছে এই উন্মুক্ত ট্রায়ালের।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে খেলোয়াড়দের। এরপর ২ আগস্ট থেকে কোচ মামুন-উর-রশীদের অধীনে শুরু হবে উন্মুক্ত ট্রায়াল। যা শেষ হবে আগামী ৭ আগস্ট। এই ট্রায়ালে সহকারী কোচ হিসেবে থাকবেন রাসেল খান বাপ্পি ও আলমগীর আলম।

এ সম্পর্কিত আরও খবর