দিন কয়েক আগে ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের মতো এবার ধর্ষণ মামলা থেকে বেঁচে গেলেন নেইমারও। তথ্য-প্রমাণের অভাবে বাতিল হয়ে গেছে তার মামলা।
ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পায়নি পুলিশ। তাই মামলটি বাতিল করেছে তারা।
সাওপাওলোর অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, প্রমাণ না থাকায় মামলাটি স্থগিত করা হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রসিকিউটরদের কাছে পাঠানো হবে মামলার কাগজ-পত্র।
তবে পুলিশের এ সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এ তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান মডেল নাজিলা ত্রিনদাদ এর আগে অভিযোগ করেন, গত মে মাসে ফ্রান্সের প্যারিসের এক হোটেলে তাকে ধর্ষণ করেন নেইমার। এর পরই তদন্তে নামে পুলিশ।
অবশ্য শুরু থেকে অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন নেইমার। উল্টো দাবী করেন, তাকে ব্ল্যাকমেইল করার জন্যই মিথ্যা ও বানোয়াট খবর ছড়ানো হয়েছে। তবে হোটেলে ওই মডেলের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করে নেইমার জানান, যা কিছু হয়েছে দুজনের সম্মতিতেই হয়েছে।
পরে পুলিশ ত্রিনিদাদের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিয়েছে। এবং অনেক আইনজীবীই তার হয়ে মামলা লড়তে অস্বীকৃতি জানিয়েছেন।
বিচারক চূড়ান্ত রায় দেওয়ার আগে প্রসিকিউটররা মামলাটি মূল্যায়ন করতে এখন ১৫ দিন সময় পাবেন।