পাকিস্তানের নাম নিয়ে আপত্তি: ভারতকে যা বলল আইসিসি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-21 18:29:49

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম নিয়ে আপত্তি জানিয়েছিলো ভারত। তাদের এমন আপত্তিতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখালেও বেশ ক্ষুদ্ধ হয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক কর্মকর্তার কথায় পরিস্কার হয়ে গিয়েছিলো যে পাকিস্তানের নাম থাকা নিয়ে ভারতের আবদারের কেন্দ্রবিন্দু রাজনীতি।

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে আয়োজক দেশের নাম থাকবে, সেটাই স্বাভাবিক। তবে এবারের আসরের আয়োজক পাকিস্তানের নাম থাকা নিয়ে আপত্তি তুলেছে ভারত। আর এবার এ বিষয়ে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, ‘এটি প্রতিটি দেশেরই দায়িত্ব যে তারা তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো রাখবে। এই নিয়ম সবার জন্য বাধ্যতামূলক।’

আইসিসি সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া প্রতিটি দেশের জার্সিতে অফিসিয়াল লোগো থাকতে হবে। একইসঙ্গে আয়োজক দেশের নামও রাখতে হবে লোগোর নিচে। আইসিসির এমন ঘোষণা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও তাদের প্রতিটি বৈশ্বিক ইভেন্টে অফিসিয়াল লোগো ও আয়োজক দেশের নাম রাখা বাধ্যতামূলক ছিল।

আগামী মাসে পর্দা উঠতে যাওয়া এ আসর নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলো ভারত। তাতে একক আযোজনের পরিবর্তে হাইব্রিড মডেলে আয়োজন করে পাকিস্তান। যেখানে ভারতের সব ম্যাচ হবে দুবাইতে। আগামী ১৯ ফেব্রুযারি পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠবে।

আইসিসির মেগা এই টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটিও হবে দুবাইতে। অবশ্য তার আগে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত আসর শুরু করবে।

এ সম্পর্কিত আরও খবর