বিতর্ক যেনো পিছূ ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ঘুরেফিরে আবারো খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যূ আলোচনায় এসেছে দেশের সবচেয়ে আলোচিত ঘরোয়া এ আসরে। তবে এবার কোনো দেশীয় খেলোয়াড় নয়, পূর্বপ্রতিশ্রুত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এসেছে দুর্বার রাজশাহীর এক বিদেশী খেলোয়াড়ের কাছ থেকে।
দেশের একটি ইংরেজী গণমাধ্যমের বরাতে জানা গেছে, লঙ্কান পেসার লাহিরু সামারাকুনকে ১৫ হাজার ডলার ( ১৮ লাখ ২০ হাজার টাকা) পারিশ্রমিকে দলে ভিড়িয়েছিলো দুর্বার রাজশাহী। তবে তিনি এখন পর্যন্ত কোনো পারিশ্রমিকই নাকি বুঝে পাননি। তাদের দাবি– বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) হোয়াটসঅ্যাপে পাঠানো একটি খুদে বার্তায় অভিযোগ দিয়েছেন সামারাকুন।
এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ওই গণমাধ্যমকে জানান, ‘আমি আপনাদেরকে সঠিক নাম জানাতে পারছি না, কারণ কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে আমরা এমন বার্তা পাচ্ছি এবং ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা বলছি।’
যদিও তারা দাবি করেছে খেলোয়াড়টি হলেন রাজশাহীর হয়ে এক ম্যাচ খেলা সামারাকুন।
দেশীয় খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ায় কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন বিপিএলে সদ্য নাম লেখানো ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। পরে বিসিবি প্রধানের হস্তক্ষেপে তা সমাধানের আশ্বাস দেওয়া হয়। আর আশ্বাসের পরেই আবারো একই অভিযোগ উঠলো দলটির বিরুদ্ধে।