এবার পাকিস্তান নামেও সমস্যা ভারতের!

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-21 15:31:06

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বলা হয়ে থাকে, এই দ্বৈরথ এখন যতটা না মাঠের তার থেকে বেশি রাজনৈতিক। রাজনীতিতে দুই দেশের বৈপরীত্য ছুঁয়ে যায় মাঠের খেলায়ও। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে ভারতের অভিযোগের শেষ নেই। এবার নতুন করে শুরু হলো জার্সি বিতর্ক।

ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সিতে পাকিস্তানের নাম রাখা যাবেনা না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন দাবির কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্তা।

নিয়ম অনুযায়ী, আইসিসির প্রতিযোগিতায় জার্সির বাঁদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে। তবে,নিজেদের বিরূদ্ধে গেলে যে কোনো নিয়মের তোয়াক্কা করেনা ভারতীয় ক্রিকেট বোর্ড তা আবারও প্রমাণিত হলো। যদিও এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও কর্তা কিছু জানাননি,তবে জার্সি নিয়ে বিতর্ক ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্তা বলেন, ‘বিসিসিআই ক্রিকেটে মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।’

এর আগে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিপক্ষে ছিল ভারত। যে কারণে আইসিসি হাইব্রিড মডেলে এই প্রতিযোগিতার আয়োজন করে। ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও, পাকিস্তান সহ সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে। এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানই তবুও আপত্তি ভারতের।

এ সম্পর্কিত আরও খবর