এক যুগ পর যে কারণে রঞ্জিতে কোহলি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-21 12:04:32

বছরের পর বছর ব্যাট হাতে বিশ্বের সেরা বোলারদের শাসন করে গেছেন বিরাট কোহলি। দলকে অসংখ্য বার খাদের কিনারা থেকে তুলে এনেছেন ভারতীয় ক্রিকেটের এই ব্যাটিং স্তম্ভ। তবে এখনের কোহলি আর আগের কোহলির মাঝে ব্যবধান আকাশ পাতাল। বোলারদের চোখ রাঙিয়ে শাসন করে যাওয়া কোহলি এখন বারবার মুখ থুবড়ে পড়ছেন বোলারদের সামনে। সেকারণেই ১২ বছর পর নিজেকে প্রমাণ করতে খেলতে হবে ঘরোয়া রঞ্জি ট্রফিতে।

ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ,বোর্ডার গাভাস্কার ট্রফিতে ৩-১ এর বিশাল পরাজয় টনক নড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের। আর সে কারণেই ক্রিকেটারদের উপর ১০ দফা নির্দেশনা আরোপ করেছে বোর্ড। যার একটি হলো, জাতীয় দলের জন্য বিবেচিত হতে এবং কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলা বাধ্যতামূলক।

সে কারণে রোহিত শর্মা, শুবমান গিল, রবীন্দ্র জাদেজার পর ১২ বছর পর রঞ্জি ট্রফিতে খেলবেন নিজেকে হারিয়ে খুঁজে ফেরা কোহলি।

দিল্লি কোচ সরনদীপ সিং জানিয়েছেন দিল্লির হয়ে ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে কোহলির খেলার কথা।২৩ জানুয়ারি দিল্লির প্রথম ম্যাচে ঘাড়ের ব্যথার কারণে খেলবেন না কোহলি।

২০২৪ সালে ১০ টেস্টে ১৯ ইনিংসে মাত্র ২৪.৫২ গড়ে ৪১৭ রান করেন কোহলি। ২০২৫ সালের শুরুটাও ভালো হয়নি। ১ টেস্টে ২ ইনিংসে রান করেছেন মাত্র ২৩ ।

এ সম্পর্কিত আরও খবর