মালানের ফিফটিতে অনায়াসে জিতল বরিশাল

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-19 17:23:58

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে আজ দুই দলের লড়াইটা ছিলো এককভাবে শীর্ষ দুইয়ে উঠার। ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হেরে সেই আশায় গুড়েবালি চিটাগং কিংসের। লো-স্কোরিং ম্যাচে কিংসকে ৬ উইকেটে হারিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো মজবুত করল ফরচুন বরিশাল।

আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ডেভিড মালানের ফিফটিতে অনায়াসে জিতল তারা। এ অবস্থায় ৭ ম্যাচের ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ২য় স্থানে এখন ফরচুন বরিশাল। চিটাগং কিংসের ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট।

টস হেরে ব্যাট করতে নামা চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ১২১ রানে গুটিয়ে গেলে সেই রান তাড়ায় শুরুটা ভালোভাবে করে তামিম ইকবালের বরিশাল। ওপেনিংয়ে তামিম রানআউটে ছিটকে গেলেও ধীরস্থিরভাবে লক্ষ্যে এগোতে থাকেন ইংলিশ টপ অর্ডার ডেভিড মালান। ২টি বাউন্ডারি ও ৩ টি চারে ৪১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।

তামিমের পথ অনুসরণ করে তিন দেশী তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ (১৬) ও মুশফিকুর রহিম (১১) ১০ ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন। এরই মাঝে তাওহিদ হৃদয় রানের খাতা (১) খুলেই আউট হন। তবে তাতে তেমন একটা প্রভাব পড়েনি বরিশালের। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী আর ডিভিড মালানে ভর করে ৬ উইকেটে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২১ বলে ২৬ রান করে অপরাজিত নবী হাকিয়েছেন ৩টি চার। কিংসের হয়ে খালেদ মাহমুদ ২টি ও আরাফাত সানি ১ উইকেট নেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যর্থতায় হোঁচট খায় চিটাগং কিংস। তৃতীয় ওভারের শুরুতে রিপন মন্ডলের বলে ১৯ রানে সাজঘরে ফিরেন পাকিস্তানি টপ অর্ডার ওসমান খান। ওসমান ফিরলে তাকে সঙ্গ দেওয়া পারভেজ হোসেন ইমনও ক্রিজে আর থিু হতে পারেননি। ওই ওভারের শেষ বলে মুশফিকুর রহিম রান আউট করলে রানের খাতা খোলার পরপরই ফিরতে হয় তাকে। এরপর একে একে সবাই ফিরতে থাকে কিংসের সাজঘরে।

৯ ওভারে ৬ উইকেট হারিয়ে দলীয় রান দাঁড়ায় ৫৬। তবে এরপর কিছুটা স্থির হয়ে খেলার চেষ্টা করেন মোহাম্মদ মিথুন। ৩৪ বলে ৩৫ রানের ধীরগতির ইনিংস খেলা এই ব্যাটার ১৫ ওভারের শেষদিকে তানভির ইসলামের বলে মাহমুদুল্লাহর হাতে তালুবন্ধি হয়ে মাঠ ছাড়েন। ক্রিজে থাকা আরাফাত সানিকে সঙ্গ দিতে আসা খালেদ আহমদও ফেরেন ১৮.১ ওভারে। তবে ৩৪ বলে ২৭ রান নেয়া সানি থাকেন অপরাজিত। তাতে নির্ধারিত ২০ ওভারে ১২১ রানে থামে চট্টগ্রাম কিংস।

বরিশালের হয়ে ৩টি করে তুলে নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ, তানভীর ইসলাম নেন ২টি।

এ সম্পর্কিত আরও খবর