অবশেষে জানা গেল গার্দিওলার সংসার ভাঙার কারণ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-16 19:21:39

১৯৯৪ সালে একে অপরের সঙ্গে পথচলা শুরু। একসঙ্গে কাটিয়ে দিয়েছেন ৩০টি বছর। তিন সন্তানের বাবা-মা ও হয়েছেন। তবে এই দীর্ঘ সময়ের পথচলার ইতি টানছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা ও ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনা সেরা। তাদের বিচ্ছেদের খবর পুরোনো কিন্তু কেন বিচ্ছেদ হলো এই প্রশ্ন গত কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল।

মূলত ম্যানসিটিতে চুক্তি নবায়নের কারণেই তাদের সংসার ভেঙেছে বলে দাবি করেছে স্পেনের সংবাদমাধ্যম ‘এল পেরিওদিকো। তাঁদের প্রতিবেদনে দাবি করা হয়, গত নভেম্বরে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন করাই,তাদের সংসার ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৬ সালে সিটি কোচের দায়িত্ব নেন গার্দিওলা। তবে গুঞ্জন উঠেছিল সিটির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না গার্দিওলা। ইতোমধ্যেই সিটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করে ফেলেছেন তিনি। এ চুক্তি অনুযায়ী টানা ১১ বছর সিটির কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এ চুক্তি নবায়নের কারণেই ক্রিস্টিনা শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয়েছে।

২০১৯ সালে ম্যানচেস্টার শহর ছেড়ে বার্সেলোনায় ফেরেন ফ্যাশন উদ্যোক্তা ক্রিস্টিনা। তারপর থেকে মাঝে মধ্যে দেখা করলেও কখনোই একসঙ্গে থাকেন নি গার্দিওলা -ক্রিস্টিনা। গার্দিওলা নিজের পরিবারকে সময় দিতে না পারার কারণেই ক্রিস্টিনা এ সিদ্ধান্ত নিয়েছেন ।

প্রতিবেদনে বলা হয়, ‘ক্রিস্টিনার অভিযোগ গার্দিওলা নিজের পেশাদারি ক্যারিয়ারে অনেক বেশি মনোযোগী। পরিবারের থেকে ফুটবলকেই বেশি প্রাধান্য দেন তিনি। এ কারণেই ক্রিস্টিনা নিজের জীবনকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার কথা ভেবেছে।’

ফুটবল কিংবা ফুটবলের বাইরে কোথাও সময় ভালো কাটছে না গার্দিওলার। ইংলিশ প্রিমিয়ার লিগে তার দল ম্যান সিটি আছে পয়েন্ট টেবিলের ৬ এ।

এ সম্পর্কিত আরও খবর