চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শকদের জন্য সুখবর

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-16 18:13:37

আগামী মাসে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। শুরুতে পাকিস্তান এককভাবে আয়োজন করতে চাইলেও ভারতের আপত্তিতে সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে হাইব্রিড মডেলে এবারের আসর করছে তারা। এবারের আসরে পাকিস্তানে হতে যাওয়া ম্যাচগুলোতে বাকি বৈশ্বিক আসর গুলোর চেয়ে কম দামে টিকেট বিক্রি করার কথা জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে হতে যাওয়া ম্যাচগুলোর টিকেট মুল্য প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে সর্বনিম্ন দাম এক হাজার পাকিস্তানি রুপিতে টিকেট পাবেন দর্শকরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৭ টাকা।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিটের তুলনামূলক দুর্বল দলের ম্যাচে টিকেটের সর্বনিম্ন দাম ছিল ৬ ডলার বা ৭৩১ টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকেটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ২৫ হাজার রুপি,বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৯২৮ টাকা।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। একই স্টেডিয়ামে হবে আরো তিনটি ম্যাচ। বাকি দুই ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড।

এ সম্পর্কিত আরও খবর