চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বুমরাহ!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-15 21:40:51

পিঠে ফোলা ভাবের কারণে ভারতের পেসার জাসপ্রীত বুমরাহকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। তাতেই শঙ্কা তৈরি হয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তো ভারতীয় এই তারকা ক্রিকেটার?

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে হঠাৎ মাঠের বাইরে যান বুমরাহ, পরে জানা যায় পিঠের মাংস পেশী ফোলে (ব্যাক স্পাজম) গিয়েছিলো তার। তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বুমরাহকে নির্দেশ দিয়েছিল দেশে ফিরে রিপোর্ট করতে।

এখন তিনি পুরোপুরি বিশ্রামে অর্থাৎ বেড রেস্টে। আপাতত তাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। থাকতে হবে পূর্ণ বিশ্রামে। বেশি হাঁটা চলা করতেও বারণ করা হয়েছে। ফলে রিপোর্ট করতেও যেতে পারেননি তিনি।

ব্যাক স্পাজম সাধারণত কয়েক গ্রেডের হয়। গ্রেড ১ ক্যাটাগরির ব্যাক স্প্যাজম হলে কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে তারপর মাঠে নামা যায়। গ্রেড ২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হয় খেলোয়াড়কে।

জানা গেছে, বছর দেড়েক আগে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরাহ। আবারো সেখানে ফুলে গেছে বর্তমানে বিশ্বের সেরা এ পেসারের। তার চোট কতটা গুরুত্বর সেটা এখনো জানা যাচ্ছে না। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দলে থাকা শঙ্কা তো থাকছেই।

এ সম্পর্কিত আরও খবর