সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ!

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-11 18:41:50

তামিম ইকবালের বিদায়ের পর এবার কি তবে সাকিব আল হাসানের পালা? চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে তার না থাকাটা একরকম নিশ্চিত। বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় সাকিবের এই পরিণতি। ফলে প্রশ্ন উঠছে, তামিমের মতো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও কি এখানেই শেষ?  

গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর লাফবরো এবং চেন্নাইয়ে দুইবারের পরীক্ষাতেই ব্যর্থ হন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটানো সাকিব বোলিং অ্যাকশনে বৈধতা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার আগে কোনো ইতিবাচক ফল আসার সম্ভাবনা নেই।  

সাকিবকে চাইলে শুধু ব্যাটার হিসেবেও খেলানো যেত। তবে শেষ দেড়-দুই বছরে তার ব্যাট হাতে ফর্মটা একেবারেই যাচ্ছেতাই। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে ভরসা করার জায়গা নেই বললেই চলে। ফলে বিসিবির এই সিদ্ধান্তটা আসছে, তা অনুমিতই ছিল।

এ কারণেই তাকে ছাড়া দল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। তবে ১২ ফেব্রুয়ারির মধ্যে দলে পরিবর্তনের সুযোগ থাকায় বোলিং অ্যাকশনের ছাড়পত্র পেলে তখনই কেবল দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।  

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। তার আগেই সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।  

জল্পনা-কল্পনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অধ্যায় শেষ হবে কিনা, সেটি সময়ই বলে দেবে। তবে ক্যারিয়ারজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা সাকিবের বিদায়ও এমন রোমাঞ্চকর পরিস্থিতিতে হবে, তা একরকম নিশ্চিত। 

এ সম্পর্কিত আরও খবর