লিভারপুলে এটাই শেষ মৌসুম, জানিয়ে দিলেন সালাহ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-04 19:39:17

লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহর সম্পর্ক হয়তো এ বছরই শেষ হতে চলেছে। মিসরীয় ফরোয়ার্ড নিজেই এই খবর দিয়েছেন। চলতি মৌসুম শেষেই তার চুক্তি শেষ। তখনই এই ক্লাবকে বিদায় বলতে চলেছেন তিনি।

ইএসপিএন বলছে, লিভারপুল ও সালাহর মধ্যে নতুন চুক্তির আলোচনা কয়েক মাস ধরেই চলছে। তবে স্কাই স্পোর্টসকে সালাহ জানিয়েছেন, সেই আলোচনা চুক্তিতে রূপ নিতে অনেক দূরে। তার ভাষায়, ‘এখন পর্যন্ত? হ্যাঁ। গত ছয় মাসে (চুক্তি নিয়ে) কোনো উন্নতি হয়নি। আমরা এগোনো থেকে অনেক দূরে রয়েছি। তাই অপেক্ষা করতে হবে।’

চলতি মৌসুমে সালাহ ইতিমধ্যে ১৮ ম্যাচে ১৭ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি গোল। এমন পারফরম্যান্স তাকে শুধু নিজের আগের মৌসুমের চেয়ে এগিয়ে রাখেনি, বরং প্রিমিয়ার লিগের ইতিহাসেও এক মাইলফলক গড়েছে। ফুটবল বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার মতে, লিগের কোনো মৌসুমে এত কম ম্যাচে ৩০ গোল সংশ্লিষ্টতা দেখাতে পারেননি কেউ।

শেষ মৌসুমে কী করতে চান? প্রশ্নের জবাবে সালাহ জানান তার প্রিমিয়ার লিগ জেতার অভিপ্রায়। অথচ পুরো ক্যারিয়ারে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতার কথাই বেশি বলেছেন। তিনি বলেন, ‘আমার প্রথম চাওয়া হচ্ছে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। গত সাত–আট বছরে যত সাক্ষাৎকার দিয়েছি, সব সময় বলে এসেছি, চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। কিন্তু এই প্রথমবার আমি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ের কথা বলছি।’

কেন, সেটাও পরিষ্কার করলেন পরের কথাতে, ‘ঠিক জানি না, কী কারণে। সম্ভবত আমরা শেষবার যেভাবে উদ্‌যাপন করতে চেয়েছি, সেটা পারিনি বলে। আরেকটা হচ্ছে, ক্লাবের হয়ে এটা আমার শেষ বছর, তাই এই শহরের জন্য বিশেষ কিছু করতে চাই। এটাই আছে আমার মাথায়।’

১৮ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুল এবার সালাহর নেতৃত্বে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপার দিকে এগোচ্ছে। সালাহ তার বিদায়কে স্মরণীয় করে রাখতে চান, ’আমরা ট্রফির জন্য ৩০ বছর অপেক্ষা করেছি। এরপর সেটা জিতলাম এমন একসময়ে, যখন উদ্‌যাপন করার কিছু ছিল না। আশা করি এ বছর ভালোভাবে উদ্‌যাপন করতে পারব।’

এ সম্পর্কিত আরও খবর