সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে বড় ধাক্কা খেলো ভারত। পেসার ও অধিনায়ক জসপ্রিত বুমরাহ মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন, যা দলটির জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে এই ম্যাচ জিততেই হবে ভারতকে, আর সেই লক্ষ্যে বুমরাহ ছিলেন তাদের অন্যতম প্রধান অস্ত্র। সকালে লাঞ্চের আগে মাঠ ছাড়লেও, বিরতির পর এক ওভার বল করেন তিনি। তবে, স্পষ্টতই তার গতি অনেক কম ছিল। এরপর আবার মাঠ ত্যাগ করেন বুমরাহ।
টেলিভিশনের দৃশ্যে দেখা যায়, বুমরাহ অনুশীলনের পোশাকে মেডিক্যাল স্টাফদের সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যাচ্ছেন। ধারাভাষ্যকাররা ধারণা করছেন, কোনো অজানা চোটের স্ক্যান করাতে গেছেন তিনি।
এখন পর্যন্ত বুমরাহ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২ উইকেট তুলে নিয়েছেন। তবে ম্যাচ এখনো সমান তালে চলছে। বুমরাহর অবস্থা ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি করেছে, যা ম্যাচের পরবর্তী দিকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
সিরিজে বুমরাহর শিকার ৩২ উইকেট। এটিই অস্ট্রেলিয়ার মাটিয়ে কোনো ভারতীয় পেসারের এক সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। ৪৭ বছর আগে অজিদের মাটিতে এক সিরিজে ৩১ উইকেট নিয়েছিলেন বিষেন সিং বেদি।