জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় বাদ বিশ্বচ্যাম্পিয়ন

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-28 20:55:25

অদ্ভুদ নিয়মের প্রতিবাদ করে লাভ হলো না। বরং বাদ পড়লেন বিশ্ব দাবার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। পাঁচবারের এই বিশ্বচ্যাম্পিয়ন গতবারও বিশ্ব র‍্যাপিড এবং ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন। সেই কিংবদন্তি দাবাড়ু ড্রেসকোড না মানায় জরিমানার পর টুর্নামেন্টের অষ্টম রাউন্ড থেকে বাদ পড়লেন।

টুর্নামেন্টের সপ্তম রাউন্ড শেষে জিন্স পরে খেলায় কার্লসেনকে ২০০ ডলার জরিমানা করা হয়। কারণ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই ধরনের পোশাক পরে খেলা নিষিদ্ধ। অষ্টম রাউন্ডে আরিয়ান তারির বিপক্ষে জয়ের পর নবম রাউন্ডের জন্য তাকে পোশাক পাল্টানোর জন্য বলা হলেও তিনি রাজি হননি।

ড্রেসকোড নিয়ম ভাঙায় নিউইয়র্কে ওয়ার্ল্ড র‍্যাপিড চ্যাম্পিয়নশিপে খেলার জন্য অযোগ্য ঘোষিত হয়েছেন। পরে কার্লসেনও টুর্নামেন্ট বর্জন করেছেন।

এই বিষয়ে এক বিবৃতিতে বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে জানায়, ‘ম্যাগনাস কার্লসেন জিন্স পরে পোশাকের নীতিমালা ভঙ্গ করেছেন, যেটা এই ইভেন্টে দীর্ঘ কালীনভাবেই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। প্রধান বিচারক কার্লসেনকে এই নিয়ম ভাঙার বিষয়ে জানিয়েছেন, ২০০ ডলার জরিমানাও করেছেন এবং পোশাক পাল্টানোর অনুরোধ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন তা প্রত্যাখ্যান করেছেন, যার ফলে ৯ম রাউন্ডে তাকে নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত পক্ষপাতহীন ও সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’

অবশ্য এমন নীতিতে বিরক্ত কার্লসেন বলেন, ‘আমি ফিদের এই সিদ্ধান্ত নিয়ে বেশ বিরক্ত এবং এটাকে আর নিতে পারছি না। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। এটা খুবই হাস্যকর নিয়ম। আমি কাল আমার জামাকাপড় পরিবর্তন করতে পারতাম কিন্তু তারা শুনতে প্রস্তুত ছিল না।’

৩৪ বছর বয়সী নরওয়ের এই গ্র্যান্ডমাস্টার ওয়ার্ল্ড র‍্যাপিডে পাঁচবার এবং ব্লিটৎজে সাতবারের চ্যাম্পিয়ন।

এ সম্পর্কিত আরও খবর