বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা আমির জাঙ্গু এবার প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সোমবার ঘোষণা করেছে, আসন্ন পাকিস্তান সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ সিরিজে স্পিনার গুদাকেশ মোতিও দলে ঢুকেছেন। এদিকে, পেসার শামার জোসেফ ইনজুরির কারণে বাইরে রয়েছেন। আলজারি জোসেফ ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
সিরিজটি শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৫। সিরিজের দুই টেস্টই মুলতানে অনুষ্ঠিত হবে। সফরের আগে ১১ ও ১২ জানুয়ারি রাওয়ালপিন্ডিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
দল নিয়ে কথা বলতে গিয়ে হেড কোচ আন্দ্রে কোলি বলেন, ‘২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আমাদের লক্ষ্য হলো ২০২৪ সালের অর্জনগুলোর ভিত্তিতে আরও উন্নতি করা এবং শিক্ষাগুলোকে কার্যকর ফলাফলে রূপান্তর করা। মোতি স্পিন আক্রমণে শক্তি যোগাবে, আর জাঙ্গুর দলে সুযোগ পাওয়ার পেছনে রয়েছে তার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং স্পিনের বিপক্ষে দক্ষতার প্রমাণ।’
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কেভাম হজ, টেভিন ইমলাখ, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লিয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।