জাকেরের ঝোড়ো ফিফটি, বড় পুঁজি বাংলাদেশের

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-20 09:47:16

শেষ ওভারে জাকের আলীর ব্যাটে ছিল রীতিমতো আগুন! আলজারির ওভারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে তৃতীয় বলে লং অন দিয়ে বিশাল এক ছক্কা ছিল যেন সিরিজের সেরা শট। শেষ বলটি তো স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দেন জাকের। এই ওভারে ওঠে ২৫ রান।

২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৮৯। ৪১ বলে অপরাজিত ৭২ রান করে জাকের তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। রিশাদ শূন্য বলে শূন্য রানে অপরাজিত থেকে তাঁকে সঙ্গ দেন।

শেষ দিকে তানজিমের ১১ বলে ১৭ রানের ছোট অথচ কার্যকর ইনিংস জাকেরের সঙ্গে ২৭ বলে ৫০ রানের জুটি গড়তে সাহায্য করে। তবে শেফার্ডের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন তানজিম। জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ের শুরু ১৬তম ওভারে। আলজারির দ্বিতীয় বলে চার ও শেষ বলে ছক্কায় ওভার থেকে ওঠে ১২ রান।

এর আগে পাওয়ার প্লেতে ভালো শুরু করেও লিটন, পারভেজ এবং তানজিদের দ্রুত আউটে চাপে পড়ে বাংলাদেশ। মেহেদী মিরাজ ও জাকের এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরান। মিরাজ ২৩ বলে ২৯ রান করেন।

শেষ কয়েক ওভারে জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। তাঁর দুর্দান্ত ইনিংস দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর এনে দেয়।

এ সম্পর্কিত আরও খবর