ক্রিকেটেও ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-17 12:10:35

ফুটবলে বিশ্বকাপ বাছাইপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ লড়াইটা জিতেছে আর্জেন্টিনা। এবার ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বেও দেখা মিলল একই দৃশ্যের। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাপ সাব-রিজিওনাল আমেরিকাস কোয়ালিফায়ারের আর্জেন্টিনা ১১ রানে ব্রাজিলকে হারিয়েছে।

আজ বুয়েনোস এইরেসে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনা শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১০৭ রান তোলে। ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাজিল ১৯.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায়।

আর্জেন্টিনার ইনিংসে আগুস্তিন রিভেরো ৩১ বলে ৪২ রান করেন। তার সঙ্গে লুকা রসি ২০ রান করেন, তাতে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে রিচার্ড অ্যাভারি এবং রদ্রিগেস দুজনেই ২টি করে উইকেট দখল করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্রাজিলের ব্যাটাররা আর্জেন্টিনার বোলিংয়ের সামনে অসহায় ছিলেন। মিশেল আসুনসাও ২৬ বলে ২৯ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।

আর্জেন্টিনার হয়ে আগের ম্যাচে ডাবল হ্যাটট্রিক করা এরনান ফেনেল ৩ উইকেট নেন। ব্যাট হাতে সর্বোচ্চ রান করা আগুস্তিন রিভেরো বল হাতেও ২ উইকেট নিয়ে নেন। এমন অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের নায়ক বনে যান তিনি।

এ সম্পর্কিত আরও খবর