৪ বছর পর টেস্ট দলে রশিদ খান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-16 16:00:58

সীমিত ওভারে সময়ের সেরা অলরাউন্ডারদের একজন তিনি। তবে রশিদ খান লাল বলের ক্রিকেটে তা নন মোটেও। হবেন কী করে, তিনি যে এই ফরম্যাটে খেলেনই কালে ভদ্রে!

রশিদ সবশেষ লাল বলের ক্রিকেটে খেলেছেন ২০২১ সালে। সেটা জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও তিনি আর সাদা পোশাক গায়ে চড়াননি। 

এবার অবশেষে তিনি টেস্ট ক্রিকেটে ফিরছেন। সেটা আবার ওই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই। দুই ম্যাচের সিরিজে দুই দল মুখোমুখি হবে আগামী ২৬ ডিসেম্বর। সেই ম্যাচের স্কোয়াডে তাকে রেখেছে আফগান নির্বাচকরা।

বোর্ডের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির প্রধান আহমাদ শাহ সুলিমানখিল বলেন, ‘রশিদ খানের টেস্ট স্কোয়াডে ফেরাটা আমাদের টেস্ট দলের সামনে এগোনোর জন্য বেশ ভালো একটা ইঙ্গিত। আমরা আশা করছি, দল ভালো পারফর্ম করবে।’

এদিকে রশিদ খানের সঙ্গে আরেক তারকাকে দলে ভিড়িয়েছে আফগানিস্তান। তরুণ সেনসেশন সেদিকউল্লাহ আতালকে তার সাদা বলের ক্রিকেটের পারফর্ম্যান্স দেখে নেওয়া হয়েছে দলের। 

স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখিল, আফসার জাজাই, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ আতাল, আবদুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমাতুল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রহমান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, বশির আহমদ আফগান, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক।

এ সম্পর্কিত আরও খবর