বিজয় দিবসে রুদ্ধশ্বাস লড়াই শেষে জিতল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-16 10:44:37

আজ বিজয় দিবসে দারুণ এক জয়! ১৬ ডিসেম্বরের সকালেই মিলল ক্রিকেট মাঠ থেকে সুখবর!

রুদ্ধশ্বাস উত্তেজনা থাকল পুরোটা সময়। জিততে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রভম‍্যান পাওয়েলকে স্ট্রাইক দেন আলজারি জোসেফ। ৫ বলে ৯ রান চাই স্বাগতিকদের। মনে হচ্ছিল ম্যাচটা হারিয়ে ফেলছে বাংলাদেশ। এরপরই হাসান মাহমুদ দেখালেন ম্যাজিক।

পরের বল নিখুঁত ইয়র্কারে ডট। তিন নম্বরটি অফ স্টাম্পের বাইরে লেংথ বল ব‍্যাট চালিয়ে দিয়ে লিটন দাসকে ক্যাচ দিলেন পাওয়েল। ৩৫ বলে চার ছক্কা ও পাঁচ চারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আউট ৬০ রানে। ব্যস ম্যাচটা চলে আসে বাংলাদেশের হাতে। এক বল পর দারুণ এক ডেলিভারিতে জোসেফকে বোল্ড করেন হাসান। আর দলকে এনে দেন ৭ রানের জয়।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় তুলে নিয়েছে। টি-টোয়েন্টিতে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম জয়ে তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

আজ সোমবার কিংস্টাউনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৭ রান তোলে। সৌম্য সরকার ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে মেহেদী হাসান অপরাজিত ২৬ ও শামীম হোসেন ২৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও ওবেদ ম্যাককয় ২টি করে উইকেট নেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। মেহেদী হাসান অসাধারণ বোলিং করে ৪ উইকেট তুলে নেন। রভম্যান পাওয়েলের ৬০ রানের ঝোড়ো ইনিংসে উইন্ডিজ আশা দেখছিল শেষ পর্যন্ত। তবে শেষ ওভারে তিনি হাসান মাহমুদের শিকার হন। উইন্ডিজ ১৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়।

বাংলাদেশের হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন। ক‍্যারিয়ার সেরা বোলিংয়ে ১৩ রানের ৪ উইকেট এবং ২৪ বলে অপরাজিত ২৬ রানের ইনিংসে ম‍্যাচ সেরার শেখ মেহেদি হাসান।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৬ (তানজিদ ৬, সৌম‍্য ৪৩, লিটন ০, আফিফ ৮, জাকের ২৭, মেহেদি ২৬*, শামীম ২৭, রিশাদ ২*; আকিল ৪-১-১৩-২, ম‍্যাককয় ৪-০-৩০-২, জোসেফ ৪-০-২৬-০, শেফার্ড ৩-০-৩৩-১, মোটি ১-০-১৫-০)
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৫ ওভারে ১৪০ (কিং ১, চার্লস ২০, পুরান ১, চেইস ৭, ফ্লেচার ০, পাওয়েল ৬০, মোটি ৬, আকিল ২, শেফার্ড ২২, জোসেফ ৯, ম‍্যাককয় ০*; হাসান ৩.৫-০-১৮-২, তাসকিন ৪-০-২৮-২, মেহেদি ৪-০-১৩-৪, তানজিম ৪-০-৪৭-১, রিশাদ ৪-০-৩২-১)
ফল: বাংলাদেশ ৭ রানে জয়ী
ম্যাচসেরা: শেখ মেহেদি হাসান

এ সম্পর্কিত আরও খবর