আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-15 21:47:38

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে দুঃসংবাদই শুনতে হলো সাকিব আল হাসানকে। তার বোলিং অ্যাকশনে ধরা পড়েছে ভ্রুটি। এ কারণেই অ্যাকশন না শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে পরীক্ষা দিয়ে সাকিবের বোলিংয়ের ত্রুটি ধরা পড়ে। তারপরই ইসিবি’র সব টুর্নামেন্টে তার বোলিং নিষিদ্ধ করা হয়।

আজ রোববার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোন ধরনের টুর্নামেন্টে বল করতে পারবেন না বাঁ-হাতি এই স্পিনার। এ কারণেই লঙ্কান লিগে এখন ব্যাটার হিসেবেই খেলছেন সাকিব।

এর আগে গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলতেই গিয়েই বিপাকে পড়েন সাকিব। তার অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেন। এমন ঘটনায় বিস্মিত হয়েছিলেন অনেকেই। কারণ ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিবের ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়।

সারের দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে সাকিব নিয়েছিলেন ৯ উইকেট। সন্দেহ দূর করার জন্য গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। ১০ ডিসেম্বর পরীক্ষার ফল জানায় ইসিবি। বোলিং পরীক্ষায় পাস করতে পারেননি সাকিব। এরপরই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি।

এদিকে আজ বিসিবির জানিয়েছে, এখন সাকিবকে আইসিসি স্বীকৃত কেন্দ্রে ফের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে। যদি তিনি সেই পরীক্ষায় পাশ করেন, তাহলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট আবার বোলিং শুরু করতে পারবেন। অবশ্য এখন সাকিব শুরু বিসিবির অধীনে ঘরোয়া প্রতিযোগিতায় বল করতে পারবেন।

সাকিব দ্রুত তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন। বিসিবি বিষয়টি নিয়ে ইসিবি ও আইসিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এ সম্পর্কিত আরও খবর