হঠাৎ টি-টোয়েন্টি দলে নাহিদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-15 18:10:37

ওয়ানডে সিরিজ শেষ হতেই তিনিও দলের সঙ্গে গিয়েছিলেন সেন্ট ভিনসেন্টে। যদিও টি-টোয়েন্টি দলে ছিল না তার নাম। তারপরও নাহিদ রানা অনুশীলন করেন টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুতে। এবার হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়ে গেলেন এই পেস বোলার।

সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে তাকে আনুষ্ঠানিকভাবে দলে নেওয়ার কথা ঘোষণা দিল বিসিবি। টেস্ট ও ওয়ানডের পর এবার বাংলাদেশ টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়ে গেলেন এই তরুণ পেসার। তাকে নিয়ে বাংলাদেশ স্কোয়াড এখন ১৬ জনের।

অবশ্য বাংলাদেশের কোচ ফিল সিমন্স টেস্ট সিরিজের সময়ই বলেছিলেন, এ সফরে টি-টোয়েন্টিতেও নাহিদকে দেখতে চান তারা। তবে ২২ বছর বয়সী এই পেসারের ‘ওয়ার্কলোড’ সামলানোর ব্যাপারে সতর্কও করে দেন তিনি। এ কারণেই নাহিদ রানা টি-টোয়েন্টি দলে থাকবেন কীনা সেটি নিশ্চিত ছিল না।

আজ রোববার হঠাৎ করেই কাটল সেই অনিশ্চয়তা। বলা হচ্ছে নাহিদ রানার টি-টোয়েন্টি অভিষেক ক্যারিবিয়ান দ্বীপেই হওয়ার সম্ভাবনা রয়েছে। নাহিদ এখনও অব্দি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন পাঁচটি। ২০২৩ বিপিএলে তিনটি ম্যাচ খেলেন তিনি খুলনা টাইগার্সের হয়ে। এই দলের হয়ে গত বিপিএলে খেলেন দুই ম্যাচ।

নাহিদ ছাড়াও দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল। এশিয়ান গেমসে আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম ডাক পেলেন তিনি। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সিরিজে বাংলাদেশে দলের নেতৃত্বে আছেন লিটন কুমার দাস।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। সেন্ট ভিনসেন্টে সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে ভোর ৬টা থেকে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

এ সম্পর্কিত আরও খবর