ব্রাদার্স ইউনিয়নের হয়ে সেনেগালের চিক সেনে একাই দুই গোল করেন। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলটি করেন সেনে। শেষ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে বক্সের ভেতর থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি।
অন্যদিকে, ফর্টিস এফসির পক্ষে ওমর সারে ৫২ মিনিটে প্রথম গোলটি করেন। এরপর জাতীয় দলের স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা ৫৭ এবং ৮৫ মিনিটে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দুই জয় এবং এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। তবে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে। অন্যদিকে, ফর্টিস এফসি তাদের তিন ম্যাচে প্রথম জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে, আর ফকিরেরপুল ইয়ংমেন্সও টানা তৃতীয়বার হেরেছে।
আগামীকাল কুমিল্লায় ঐতিহ্যবাহী দুই দল ঢাকা আবাহনী ও মোহামেডানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। পাশাপাশি বসুন্ধরা কিংস রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামবে।