সাকিব-সৌম্যর পর আরেক বাংলাদেশি টি-টেন লিগে

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-09 21:33:51

টি-টোয়েন্টির পর এবার জনপ্রিয় হতে শুরু করেছে টি-টেন ক্রিকেট। এইতো কিছুদিন আগেই আবুধাবির টি-টেন নিয়ে মেতেছিলেন অনেকেই। তারই ধারাবাহিকতায় এবার শ্রীলঙ্কাতেও হবে ১০ ওভারের এই ক্রিকেট রোমাঞ্চ। এই টুর্নামেন্টে থাকছেন বাংলাদেশি ক্রিকেটারও। এরইমধ্যে দল পেয়ে গেছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও সৌম্য সরকার।

এই আসরে আরও এক বাংলাদেশি ক্রিকেটার নাম লেখালেন। আজ সোমবার জানা গিয়েছে তৃতীয় বাংলাদেশি হিসেবে লঙ্কা টি-টেনে দল পেয়েছেন ওপেনার রনি তালুকদার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে রনি নিজেই জানালেন তিনি খেলবেন কলম্বো জাগুয়ার্সে। ফেসবুক স্ট্যাটাসে রনি তালুকদার লিখেছেন, ‘লঙ্কা টি-টেন সুপার লিগে কলম্বো জাগুয়ারদের প্রতিনিধিত্ব করতে পারবো ভেবে রোমাঞ্চিত। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। একটি ভালো মৌসুমের অপেক্ষায়। আমাকে আপনার প্রার্থনায় রাখুন।’

সাকিব লংকান টি-টেন লিগে ড্রাফটের আগেই দল পেয়েছেন। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা এই তারকাকে গল মারভেলস দলে নিয়েছে। ড্রাফট থেকে দল পেলেন সৌম্য সরকার। হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে লড়বেন এই ব্যাটার।

রনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১ টি-টোয়েন্টি খেলে ২২ গড়ে করেছেন ২২৪ রান। বিপিএলে ৬টি দলের হয়ে ৭০ ইনিংসে করেন ১৩২৩ রান।

দল পেয়েই লঙ্কায় উড়াল দিতে হচ্ছে রনিকে। কারণ ১১ ডিসেম্বর শুরু হবে লঙ্কা টি-টেন লিগ। ফাইনাল ১৯ ডিসেম্বর।

এ সম্পর্কিত আরও খবর