আগের ম্যাচে ড্র করে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ করে দিয়েছিল পয়েন্ট ব্যবধান কম করে আনার। কিলিয়ান এমবাপের নৈপুণ্যে সে সুযোগটা লুফে নিয়েছে দলটা। লেগানেসকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধানটা চারে নামিয়ে এনেছে রিয়াল।
ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে কিলিয়ান এমবাপ্পে মৌসুমের সপ্তম গোল করে রিয়ালকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ফেডেরিকো ভালভের্দে ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন।
৮৫তম মিনিটে জুড বেলিংহাম ব্রাহিম দিয়াজের পোস্টে লেগে আসা বল হেড করে গোল করেন, যা ছিল তার টানা দ্বিতীয় লিগ গোল।
এর আগে, এমবাপ্পে ভিনিসিয়ুসের পাস থেকে একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। পরে ৮৩তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেন তিনি।
এই জয়ে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। একটি ম্যাচ কম খেলে বার্সার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে খেলবে রিয়াল। তার আগে এই জয় আনচেলত্তির দলের আত্মবিশ্বাস বাড়াবে।