৭ গোল করে আবারও রেকর্ড জার্মানির

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-17 12:32:44

দশ বছর আগে ব্রাজিলের মাটিতে তাদেরকেই বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল জার্মানি। বিশ্বকাপের সেমিতে এমন কীর্তি আর কখনো দেখা যায়নি।

সেই জার্মানি আবারও সাত গোল জড়িয়েছে প্রতিপক্ষের জালে, এবার রেখেছে ক্লিনশিটও। তাতে একটা রেকর্ডও হয়ে গেছে। উয়েফা নেশন্স লিগের ইতিহাসে প্রথমবারে মতো প্রতিপক্ষের জালে ৭ গোল জড়ানোর রেকর্ড। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে উয়েফা নেশন্স লিগের এই ম্যাচে এই কীর্তি গড়ে ১০ বছর আগের মিনোইরার স্মৃতিই মনে করিয়ে দিল জার্মানরা। 

মিনিটের কাঁটা তখন সবেমাত্র পেরিয়েছে রেফারির ঘড়িতে। তখনই লিড নেয় জার্মানরা। বক্সে ইয়োশুয়া কিমিখের ক্রস থেকে গোল করেন জামাল মুসিয়ালা। ২৩ মিনিটে দ্বিতীয় গোলটা করেন টিম ক্লাইনডিন্সট। 

এরপর খাতায় নাম লেখান লেরয় সানে। ফ্লোরিয়ান ভার্টজের বাড়ানো বল থেকে গোলটা করেন তিনি। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানরা। 

তৃতীয় গোলের কারিগর ভার্টজ ৫০ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন। ৫৭ মিনিটে পঞ্চম গোলটা পেয়ে যায় জার্মানি, এবারও গোলদাতা ওই ভার্টজই। 

৬৬ মিনিটে সানে পেয়ে যান নিজের দ্বিতীয় গোলটা। ৭৯ মিনিটে ক্লাইনডিন্সটও পেয়ে যান দ্বিতীয় গোল। তাতে ৭-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় তাদের। ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে লিগ ‘এ’ গ্রুপ ৩ এর শীর্ষে রইল দলটা। দুইয়ে থাকা নেদারল্যান্ডস তাদের চেয়ে পিছিয়ে আছে ৫ পয়েন্টে।

এ সম্পর্কিত আরও খবর