প্রস্তুতি ম্যাচে বোর্ড একাদশের মুখোমুখি বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-16 15:07:19

প্রায় এক মাসের দীর্ঘ এক সফরের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দিনকয়েক আগে পা রেখেছে বাংলাদেশ। আজ শুরু হচ্ছে প্রস্তুতি। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের বিপক্ষে মাঠে নামবেন মেহেদি হাসান মিরাজরা।

উইন্ডিজের ব্যস্ততা অবশ্য এখনও শেষ হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলছে। তার মধ্যেই টেস্টের দামামা বেজে উঠছে। আগামী ২২ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। তারপর ৩০ নভেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। 

তার আগেই প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় রাত তিনটায় অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে নামবে দল। ম্যাচটা দুই দিনের। এর আগে ২০২২ সালে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছিল দল। সেই ম্যাচটাই আবার হয়ে আছে কোনো সফরে বাংলাদেশের সবশেষ প্রস্তুতি ম্যাচ।

ম্যাচের দৈর্ঘ্য হওয়ার কথা ছিল চার দিনের। তবে বাংলাদেশের আফগানিস্তান সিরিজের জন্য ম্যাচটা নেমে আসে দুই দিনে।

এই ম্যাচে বেশ কিছু পরখ করার আছে বাংলাদেশের। চোটের কারণে দুই অভিজ্ঞ ব্যাটার নেই। মুশফিকুর রহিম আঙুলের চোটে আর নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোটে ছিটকে গেছেন। যার ফলে তাদের বিকল্প কাকে নামানো হবে টেস্ট সিরিজে, সেটাই দেখা হবে এই ম্যাচে। 

তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরা এই ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরবেন। মূল ম্যাচে নামার আগে নিজেদের সব মরচে ঝেড়ে ফেলে অস্ত্রগুলো শানিয়ে নেওয়ার মোক্ষম সুযোগও দুজন পাচ্ছেন এই ম্যাচ দিয়ে। 

এ সম্পর্কিত আরও খবর