অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ওয়ানডের বিশ্বসেরা আফ্রিদি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-13 15:57:45

চলতি সপ্তাহটা পাকিস্তান ক্রিকেটের বেশ ভালো কাটছে। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে সিরিজ হারিয়েছে, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে উঠে এসেছে। এবার দলটি আরও সুখবর পেল। দলটির শীর্ষ পেসার শাহিন শাহ্‌ আফ্রিদি বনে গেছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা বোলার। 

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন আফ্রিদি। ৩ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৮ উইকেট। সেটাও আবার মাত্র ১২.৬২ গড়ে। তার এমন পারফর্ম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে র‍্যাঙ্কিংয়ের।

এই সপ্তাহের আগে শীর্ষস্থানটা ছিল কেশভ মহারাজের দখলে। দুইয়ে ছিলেন রশিদ খান। দুজনকে টপকে আফ্রিদি এখন উঠে গেছেন শীর্ষে। রশিদ বাংলাদেশ সিরিজে পারফর্ম্যান্স দিয়ে দুইয়ে টিকে গেছেন, যার ফলে কোনো ম্যাচ না খেলা মহারাজ নেমে গেছেন তিনে। 

পাকিস্তানের অন্য বোলাররাও র‍্যাঙ্কিংয়ে বড় এক লাফ দিয়েছেন। ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া হারিস রউফ ১৪ ধাপ এগিয়ে এসে বসেছেন ১৩তম স্থানে। এদিকে নাসিম শাহও ১৪ ধাপ এগিয়েছেন, তিনি আছেন ৫৫ নম্বরে। 

বাবর আজম আগেও শীর্ষেই ছিলেন, এখনও আছেন। অস্ট্রেলিয়ার মাটিতে মোহাম্মদ রিজওয়ান দারুণ পারফর্ম করে চলে এসেছেন ২৩তম স্থানে। এই জায়গায় তার সঙ্গী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনিও ২৩ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশ সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ২৩তম স্থান দখল করেছেন, তবে সেটা বোলিংয়ে। 

এ সম্পর্কিত আরও খবর