শান্তর বিদায়, তবু চালকের আসনে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-06 22:36:24

আফগানিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর ব্যাট ভালোই কথা বলে। দলটার বিপক্ষে সবশেষ ওয়ানডে ইনিংসেও ফিফটি ছিল তার। আজও মনে হচ্ছিল ফিফটিটা বুঝি ছুঁয়েই ফেলবেন। তবে শেষমেশ তিনি ফিফটি ছোঁয়ার ৩ রান আগে ফিরে গেছেন প্যাভিলিয়নে। 

তবে বাংলাদেশ অবশ্য ২৩৬ রান তাড়া করতে নেমে আছে চালকের আসনেই। ২৫.৫ ওভারে ১২০ রান তুলেছে ৩ উইকেট খুইয়ে। 

ওপেনার তানজিদ হাসান তামিম অবশ্য শুরুতেই বিদায় নিয়েছিলেন। মোহাম্মদ গাজানফারের বলে বোল্ড হয়ে তিনি ফেরেন ৩ রান করে, দলের রান তখন ১২। 

আরেক ওপেনার সৌম্য সরকার এরপর সঙ্গী নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর ধাক্কাটা সামলান। সৌম্য শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। তিনি শেষমেশ ফেরেন ৩৩ রানে।

ওদিকে শান্ত শুরুর দিকে খানিকটা সতর্ক থাকলেও পাওয়ারপ্লের শেষ দিকে এসে হাত খুলেছেন, গাজানফারের এক ওভারে নিয়েছেন ১৪ রান। সৌম্যর বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে লড়ছিলেন। একাধিক জীবনও পেয়েছিলেন তিনি। তবে তারপরও ফিফটির দেখা পাননি তিনি। ফিরতে হলো মোহাম্মদ নবির শিকার বনে ৪৭ রানে।

শারজার মাটিতে বাংলাদেশ কখনও ওয়ানডে ম্যাচ জেতেনি। অধরা জয়টা তুলে নিতে বাংলাদেশের চাই ১২৬ রান, হাতে আছে ৭ উইকেট আর ২৪ ওভার।

এ সম্পর্কিত আরও খবর