এবার বিপিএলে ডাচ-বাংলা ব্যাংক

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-06 13:59:27

বাংলাদেশের ক্রিকেটের হোম সিরিজের ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতার দেখা সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেই মিলেছে। এবার বিপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে আত্মপ্রকাশ করল ডাচ-বাংলা ব্যাংক। সাথে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংকেরই দুটি সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ। 

আজ বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লোগো উন্মোচনের মাধ্যমে এ খবর জানায় বিসিবি। বিপিএল-এর এই ১১তম আসরের নাম হবে ‘ডাচ্-বাংলা ব্যাংক বিপিএল টি-টুয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জনাব নাজমুল আবেদিন ফাহিম-সহ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিন। সঙ্গে বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে ছিলেন অভিনেতা ও নির্মাতা জনাব আফজাল হোসেন।

২০১২ সালে শুরু হয় টি-টুয়েন্টি ক্রিকেটের জমকালো টুর্নামেন্ট বিপিএল। এবার বসবে তার ১১তম আসর। চলবে ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে, খেলবে ৭টি দল। খেলাগুলি সরাসরি দেখা যাবে টিস্পোর্টস, গাজী টিভি, টিস্পোর্টস অ্যাপ ও র‍্যাবিটহোলবিডি অ্যাপে।

এ সম্পর্কিত আরও খবর