প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে গেলেন যারা

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-02 11:56:06

সাফজয়ী বাংলাদেশ দলকে আজ সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সংবর্ধনার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ নারী ফুটবল দল পৌঁছে গেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। 

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেছেন ২৩ জন ফুটবলার, ম্যানেজার মাহমুদা অনন্যা ও কোচ পিটার বাটলার যাওয়ার কথা। নেপালে সাফজয়ী বাংলাদেশ কন্টিনজেন্টের বাকি সদস্যরা– গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও ও মিডিয়া অফিসার যেতে পারেননি যমুনায়। এছাড়া কোনো বাফুফে কর্তাও যাননি যমুনায়। 

গত বুধবার বাংলাদেশ টানা দ্বিতীয় বারের মতো সাফ জয় করে। ফাইনালে তারা হারায় স্বাগতিক নেপালকে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার গোলে পায় ২-১ গোলের জয়। 

এরপর চ্যাম্পিয়ন দল দেশে ফিরেই বিশাল অভ্যর্থনা পেয়েছে। ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করে গেছে বাফুফে ভবনে। সেখানে তাদের জন্য অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সাফজয়ী বাংলাদেশ দল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ কোটি টাকার পুরস্কার পেয়েছে ইতোমধ্যেই। ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবিনা খাতুনের দলের জন্য ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে। 

এ সম্পর্কিত আরও খবর