আফগান সিরিজে শান্ত অধিনায়ক, দলে নেই সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-01 20:54:09

নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছেড়ে দেবেন- এমন একটা গুঞ্জন থাকলেও শেষ অব্দি টিকে গেলেন তিনি। আজ (শুক্রবার) তাকে অধিনায়ক রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেই সাকিব আল হাসান।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় তিন ম্যাচের এই সিরিজের দলে ডাক পেলেন নাহিদ রানা। এই পেসারের এখনো ওয়ানডে অভিষেক হয়নি, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। এখনও জ্বরে ভুগছেন তিনি। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তাকে রাখেননি নির্বাচকরা। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। 

সাকিব আল হাসান আফগান সিরিজের দলে থাকবেন না-এমনটা আঁচ করা যাচ্ছিল। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি তার সঙ্গে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও খুব একটা নাই সে। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম।’

চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয় শান্তর। গতকালের সেই বৈঠকের পর তাকেই অধিনায়ক রেখে দল ঘোষণা করল বিসিবি।

বাংলাদেশ দল শনিবার ও রোববার দুই গ্রুপে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। ওয়ানডে ম্যাচ তিনটি হবে ৬, ৯ ও ১১ নভেম্বর। সবগুলো অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল

সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

এ সম্পর্কিত আরও খবর